sSiteTitle
শিরোনাম
ঢাবির ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন’স অ্যাওয়ার্ড পেল ৯৪ শিক্ষার্থী। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ’ক’ ইউনিটের ফলাফল প্রকাশিত হয়েছে।
আনুষ্ঠানিকভাবে বিদায় নিলেন সাংবাদিকতা বিভাগের চার অধ্যাপক

আনুষ্ঠানিকভাবে বিদায় নিলেন সাংবাদিকতা বিভাগের চার অধ্যাপক

জীবনের সবচেয়ে কর্মময় সময়গুলো অতিবাহিত করে সুদীর্ঘ সময় ধরে অসংখ্য শিক্ষার্থীকে হাতে-কলমে সাংবাদিকতা শিক্ষাদানের মাধ্যম নিজ গুণে ঋদ্ধ করে আনুষ্ঠানিকভাবে বিদায় নিলেন ঢাকা বিশ্ববিদ্যায়ের ‘গণযোগাযোগ ও সাংবাদিকতা’ বিভাগের চার অধ্যাপক। বিদায়ী শিক্ষকগণ হলেন অধ্যাপক ড. সাখাওয়াত আলী খান, অধ্যাপক ড. মো. গোলাম রহমান, অধ্যাপক শামসুল মজিদ হারুন এবং অধ্যাপক কাজী আবদুল মান্নান। 

গত ১৪ই নভেম্বর বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) মিলনায়তনে বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে সর্বজনশ্রদ্ধেয় এই অধ্যাপকদের বিদায় সংবর্ধনা প্রদান করা হয়। এ সময় অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দীক, বিভাগের চেয়ারপার্সন অধ্যাপক মো. মফিজুর রহমানসহ বিভাগের অন্যান্য শিক্ষক, অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সদস্য এবং শিক্ষার্থীবৃন্দ।