sSiteTitle

আত্ম-উন্নয়নমূলক কাজে এওয়ার্ড পেলেন ঢাবির ৬৩ শিক্ষার্থী

সাদিয়া নাসরিন

ডিইউএমসিজেনিউজ.কম

প্রকাশিত : ০৫:৩৭ পিএম, ৬ ডিসেম্বর ২০১৭ বুধবার | আপডেট: ০৫:৫৫ পিএম, ৬ ডিসেম্বর ২০১৭ বুধবার

অতিথিবৃন্দের সাথে এ্যাওয়ার্ড প্রাপ্ত শিক্ষার্থীরা

অতিথিবৃন্দের সাথে এ্যাওয়ার্ড প্রাপ্ত শিক্ষার্থীরা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৬৩ শিক্ষার্থীর ডিউক অব এডিনবার্গ এওয়ার্ড লাভ করেছেন। নেদারল্যান্ড থেকে প্রদেয় এই এওয়ার্ড পাবার জন্যে বেশ কিছু আত্ম-উন্নয়নমূলক কাজ করতে হয়।

নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট মিলনায়তনে এই অনুষ্ঠান আয়োজিত হয়। ব্রোঞ্জ এবং সিলভার লেভেল এই এওয়ার্ড দেওয়া হয়েছে। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডিউক অব এডিনবার্গ ইন্টারন্যাশনাল ফাউন্ডেশনের এশিয়া অঞ্চলের প্রধান মিঃ স্যু ওয়াকার। তিনি বলেন,  “এই কার্যক্রম শিক্ষার্থীকে উন্নততর ভবিষ্যতের দিকে এগিয়ে দেবে”।

অনুষ্ঠানে ফাউন্ডেশনের দেশীয় প্রধান ডক্টর কে এম শরিফুল হুদা উপস্থিত ছিলেন। সভাপতিত্ব করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক আখতারুজ্জামান। এছাড়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র কাউন্সিলের ডিরেক্টর ও এই এওয়ার্ড কার্যক্রম অনুষ্ঠানের কো-অর্ডিনেটর মেহজাবিন হক উপস্থিত ছিলেন।  

বেলা ১২ টায় স্বাগত বক্তব্যের মাধুমে অনুষ্ঠান শুরু হয়ে। বেলা দেড়টায় গ্রুপ ফটোসেশনের মাধ্যমে অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘটে।