Dhaka University Mass Communication and Journalism Department News Portal

গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অরিয়েন্টেশন অনুষ্ঠিত

তন্ময় সাহা জয়

ডিইউএমসিজেনিউজ.কম

প্রকাশিত : ১১:৪২ পিএম, ২৪ জানুয়ারি ২০১৯ বৃহস্পতিবার | আপডেট: ০১:০৫ এএম, ১৩ মে ২০১৯ সোমবার

গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অরিয়েন্টেশন অনুষ্ঠিত

গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অরিয়েন্টেশন অনুষ্ঠিত

আর সি মজুমদার আর্টস অডিটোরিয়ামে ২৪ জানুয়ারি বৃহস্পতিবার গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১৩ তম ব্যাচের (১ম বর্ষ) অরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে৷ 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিভাগের চেয়ারপার্সন অধ্যাপক ড. কাবেরী গায়েন। অনুষ্ঠান সঞ্চালনা করেন ১ম সেমিস্টারের সমন্বয়ক ও বিভাগের সহযোগী অধ্যাপক সুরাইয়া বেগম।

 

 

 

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অধ্যাপক ড. গীতি আরা নাসরীন, অধ্যাপক ড. ফাহমিদুল হক, অধ্যাপক রোবায়েত ফেরদৌস, সহযোগী অধ্যাপক সামিয়া রহমান, সহযোগী অধ্যাপক সাইফুল আলম চৌধুরীসহ বিভাগের অন্যান্য শিক্ষকবৃন্দ।

অনুষ্ঠানে বিভাগের শিক্ষকবৃন্দ বিশ্ববিদ্যালয় ও বিভাগ এবং সেমিস্টার পদ্ধতির নানা বিষয় নিয়ে আলোচনা করেন।

অনুষ্ঠানের মাঝে নতুন ব্যাচের শিক্ষার্থীদেরকে ফুল দিয়ে বরণ করে নেয় বিভাগের পূর্বতম বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীরা।

 

উল্লেখ্য সামাজিক বিজ্ঞান অনুষদের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে ২০০৬-০৭ শিক্ষাবর্ষে ব্যাচভিত্তিক প্রথম সেমিস্টার পদ্ধতির সূচনা হয়।