Dhaka University Mass Communication and Journalism Department News Portal

ঢাবি উপাচার্যের সাথে চীনা প্রতিনিধি দলের সাক্ষাৎ

ডিইউএমসিজেনিউজ.কম

প্রকাশিত : ১২:১১ এএম, ২ আগস্ট ২০১৮ বৃহস্পতিবার | আপডেট: ১২:১৪ এএম, ২ আগস্ট ২০১৮ বৃহস্পতিবার

ঢাবি উপাচার্যের সাথে চীনা প্রতিনিধি দলের সাক্ষাৎ

ঢাবি উপাচার্যের সাথে চীনা প্রতিনিধি দলের সাক্ষাৎ

চীনের বহুজাতিক কোম্পানি টিন্স গ্রুপের চেয়ারম্যান লি জিনইয়ান-এর নেতৃত্বে ৩-সদস্য বিশিষ্ট একটি প্রতিনিধি দল গত ১৪ জুলাই ২০১৮ উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের সঙ্গে তাঁর বাসভবনস্থ কার্যালয়ে সাক্ষাৎ করেছে। প্রতিনিধি দলের অন্য সদস্যরা হলেনইলেন হু এবং স্যামুয়েল মা। এসময় ঢাকা বিশ্ববিদ্যালয় জীববিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. ইমদাদুল হক, আর্থ এন্ড এনভায়রণমেন্টাল সায়েন্সেস অনুষদের ডিন অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল, ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি অনুষদের ডিন অধ্যাপক ড. মো. হাসানুজ্জামান, চারুকলা অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক শিশির কুমার ভট্টাচার্য প্রমুখ উপস্থিত ছিলেন। সাক্ষাৎকালে তারা পারস্পরিক স্বার্থ-সংশ্লিষ্ট বিষয়ে বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং চীনের বিভিন্ন উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে যৌথ শিক্ষা ও গবেষণা কার্যক্রম চালুর সম্ভাব্যতা নিয়ে আলোচনা করেন। উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসা এবং এর শিক্ষা ও গবেষণা কার্যক্রমের প্রতি গভীর আগ্রহ প্রকাশের জন্য চীনা প্রতিনিধি দলকে ধন্যবাদ জানান।