Dhaka University Mass Communication and Journalism Department News Portal

ঢাবি ফুটবল উত্তরে ইসলামের ইতিহাস দক্ষিণে পদার্থবিজ্ঞান চ্যাম্পিয়ন

ডিইউএমসিজেনিউজ.কম

প্রকাশিত : ০৬:৪১ পিএম, ১৫ আগস্ট ২০১৮ বুধবার | আপডেট: ০৭:০৮ পিএম, ১৫ আগস্ট ২০১৮ বুধবার

ঢাবি ফুটবল উত্তরে ইসলামের ইতিহাস দক্ষিণে পদার্থবিজ্ঞান চ্যাম্পিয়ন

ঢাবি ফুটবল উত্তরে ইসলামের ইতিহাস দক্ষিণে পদার্থবিজ্ঞান চ্যাম্পিয়ন

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ২০১৮-১৯ সালে অনুষ্ঠিত আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতায় টানা দ্বিতীয়বারের মতো উত্তর অঞ্চলের হয়ে চ্যাম্পিয়ন হয়েছে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ। রানার্স আপ হয়েছে রাষ্ট্রবিজ্ঞান বিভাগ। ফাইনাল ম্যাচে রাষ্ট্রবিজ্ঞানকে ১-০ গোলে হারায় ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ। 

অন্যদিকে দক্ষিণ অঞ্চলের হয়ে চ্যাম্পিয়ন হয়েছে পদার্থ বিজ্ঞান বিভাগ। রানার্স আপ হয়েছে ফলিত গণিত বিভাগ। পদার্থ বিজ্ঞান বিভাগ ১-০ গোলে ফলিত গণিত বিভাগকে হারায়।

গত ১১ আগস্ট ২০১৮ শনিবার বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় খেলার মাঠে এই ফুটবল প্রতিযোগিতা শেষ হয়। ফাইনাল ম্যাচ শেষে পুরস্কার বিতরণীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো.আখতারুজ্জামান।

তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তঃবিভাগ ফুটবল চ্যাম্পিয়ন ও রানার্স আপদের পুরস্কার হিসেবে মেডেল, ক্রেস্ট, সার্টিফিকেট ও ট্রফি তুলে দেন।

চ্যাম্পিয়ন দলকে পাঁচ হাজার টাকার করে প্রাইজমানি ও রানার্স আপ দলকে তিন হাজার টাকা করে প্রাইজমানি দেওয়া হয়। 

এ বছর ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ এবং জাপানিজ স্টাডিজ বিভাগের উদ্বোধনী খেলার মধ্য দিয়ে এই টুর্নামেন্টের সূচনা হয়।

প্রতি বছর ঢাকা বিশ্ববিদ্যালয়কে দুটি অঞ্চলে ভাগ করে আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতার আয়োজন করা হয়।

এই ফুটবল প্রতিযোগিতাকে কেন্দ্র করে প্রতিটি বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে উৎসব মুখর পরিবেশ দেখা যায়।

এ বছর উত্তর অঞ্চলের হয়ে ৪৮ টি ও দক্ষিণ অঞ্চলের হয়ে ৩২ টিসহ মোট ৮০ টি বিভাগ প্রতিযোগিতায় অংশ নেয়।

ডিইউএমসিজেনিউজ/