Dhaka University Mass Communication and Journalism Department News Portal

ঢাবি বিজ্ঞান অনুষদের পাঁচ শিক্ষার্থীর বৃত্তি লাভ

সঞ্জয় বসাক পার্থ

ডিইউএমসিজেনিউজ.কম

প্রকাশিত : ০৩:৫৫ পিএম, ২০ অক্টোবর ২০১৭ শুক্রবার | আপডেট: ০৮:৫০ পিএম, ৩০ জুলাই ২০১৮ সোমবার

মাননীয় অতিথিবৃন্দের সাথে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা

মাননীয় অতিথিবৃন্দের সাথে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা

ভালো অ্যাকাডেমিক ফলাফল করায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের পাঁচ শিক্ষার্থীকে “ড. মালিহা খাতুন- মুহাম্মদ নুরুল হুদা ট্রাস্ট ফান্ড বৃত্তি” প্রদান করা হয়েছে। গত ১৮ অক্টোবর ২০১৭ তারিখে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য লাউঞ্জে মেধাবী শিক্ষার্থীদের মাঝে এই বৃত্তি প্রদান করেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. কামাল উদ্দীন।

বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা হলেন- মো. জুবাইদ হাসান (পদার্থবিজ্ঞান বিভাগ), মো. আমিনুল ইসলাম ও সিরাজুম মনিরা (গণিত বিভাগ) এবং মো. সেলিম মাহবুব ও মো. আহাদ আলী (রসায়ন বিভাগ)।

এছাড়া অন্যান্য অতিথিদের মধ্যে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আইন অনুষদের ডীন অধ্যাপক ড. মো. রহমত উল্লাহ, পদার্থবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. আব্দুস সাত্তার, কবি সুফিয়া কামাল হলের প্রাধ্যক্ষ অধ্যাপক সাবিতা রেজওয়ানা রহমান এবং ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মো. এনামুজ্জামান।   

তথ্য কৃতজ্ঞতা- জনসংযোগ দফতর, ঢাকা বিশ্ববিদ্যালয়