Dhaka University Mass Communication and Journalism Department News Portal

ঢাবি ভিসির সাথে ভারত ও শ্রীলংকার ৩ অধ্যাপকের সাক্ষাৎ

এমসিজেনিউজ প্রতিবেদক

ডিইউএমসিজেনিউজ.কম

প্রকাশিত : ১২:৫৯ পিএম, ১০ আগস্ট ২০১৭ বৃহস্পতিবার | আপডেট: ১০:২০ পিএম, ৮ সেপ্টেম্বর ২০১৭ শুক্রবার

ঢাবি ভিসির সাথে ভারত ও শ্রীলংকার ৩ অধ্যাপকের সাক্ষাৎ

ঢাবি ভিসির সাথে ভারত ও শ্রীলংকার ৩ অধ্যাপকের সাক্ষাৎ

শ্রীলংকার মোরাটুয়া বিশ্ববিদ্যালয় কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. গিহান দিয়াস গত ৯ আগস্ট বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিকের সঙ্গে তার কার্যালয়ে সাক্ষাৎ করেন।

সাক্ষাৎকালে তারা ঢাকা বিশ্ববিদ্যালয় এবং শ্রীলংকার মোরাটুয়া বিশ্ববিদ্যালয়ের মধ্যে ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি বিযয়ে যৌথ শিক্ষা ও গবেষণা কার্যক্রম চালুর সম্ভাব্যতা নিয়ে আলোচনা করেন। উভয় বিশ্ববিদ্যালয়ের মধ্যে শিগ্গিরই একটি সমঝোতা স্মারক স্বাক্ষরের ব্যাপারেও তারা মত বিনিময় করেন।

এর আগে গত ৮ আগস্ট মঙ্গলবার ভারতের কলকাতা বিশ্ববিদ্যালয় রসায়ন বিভাগের প্রাক্তন অধ্যাপক ড. সুনীল কুমার তালাপাত্র এবং ড. বাণী তালাপাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিকের সঙ্গে তার অফিসে সৌজন্য সাক্ষাৎ করেন।

১২০৯ ঘণ্টা, আগস্ট ১০, ২০১৭